Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগতম............ চাল লিচুতে ভরপুর...... জেলার নাম দিনাজপুর


আমাদের অর্জনসমূহ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি সেবামূলক অনুষ্ঠান। জন্মলগ্ন থেকে এ প্রতিষ্ঠান জনগণের দাড়গোড়ায় সেবা দিয়ে আসছে। সেবা প্রদানের ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠানের অনেক অর্জন রয়েছে। খাদ্যশস্য উৎপাদনে দিনাজপুর জেলা জাতীয় উৎপাদনে বিশেষ অবদান রাখে। এজেলা প্রায় নিজের চাহিদা পূরণ করে প্রায় ৮লক্ষ মে:টন  খাদ্য শস্য দেশের অন্য জেলায় রপ্তানিকরে।

১। সরু ও সুগন্ধি ধানের  আবাদও উৎপাদন বৃদ্ধি।

২। ভূট্টার আবাদ ওউৎপাদন বৃদ্ধি।

৩। আলুর আবাদ ওউৎপাদন বৃদ্ধি।

৪। আমওলিচুর আবাদও উৎপাদন বৃদ্ধি।

৫। শাকসব্জির আবাদ ও উৎপাদনবৃদ্ধি।

৬। সকল ফসলের হাইব্রিড ও উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধি।

৭। সরিষা ও লিচু ফসলে মৌ-চাষ সম্প্রসারণ।

৮। সজিনা চাষ সম্প্রসারন।

 

উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুর। ফসল সংক্রান্ত পরামর্শ বা তথ্যের জন্য যোগাযোগ:   ০২৫৮৮৮১৭৭৮০ (ফ্রন্ট ডেস্ক),  ইমেইল: dddaedin@gmail.com