কৃষিবিদ মোঃ নূরুজ্জামান, ২৪ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুরের উপপরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি এ অধিদপ্তরের যশোর জেলার উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
কৃষিবিদ মোঃ নূরুজ্জামান বিসিএস (কৃষি) ক্যাডারের ১৮ম ব্যাচের একজন কর্মকর্তা। মাঠ পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি কৃষিক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। দেশের বৈচিত্রময় কৃষি অঞ্চলে কাজের এই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে তিনি উপপরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ১৯৭১ সালের জুন মাসে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন কৃষিবিদ মোঃ নূরুজ্জামান। তিনি চাকুরি জীবনে তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসুচিতে অংশগ্রহন করেন।
দিনাজপুর জেলার কৃষি ও কৃষকের সমৃদ্ধির জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS