টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রীকৃতর্, এলাকা নির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণির কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।
* তেলজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি।
* অধিক উপযোগীতা সম্পন্ন ফসলের চাষ। যেমন- সরগমের চাষ বৃদ্ধি।
* কৃষি জমির নিবিড়তা বৃদ্ধি- যেমন- রেটুন ফসল চাষ।
* গ্রীষ্মকালিন টমেটোর চাষ।
* পপকর্ণের চাষ সম্প্রসারণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS